রেজি : ডিএ ৫১৭ ॥ ৬৩ বর্ষ : ৭ম সংখ্যা ॥ ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১ ॥ ১ জিলকদ ১৪৪৫ হিজরী ॥ ১০ মে ২০২৪

ত্রুটিপূর্ণ গণতন্ত্র এবং বর্তমান বাংলাদেশ

সব নির্বাচনই অগ্রহণযোগ্য

ভোটগ্রহণ তামাশায় পরিণত, তাই বিরোধীদলগুলোর বর্জন অব্যাহত
॥ ফারাহ মাসুম ॥
একের পর এক তিনটি একতরফা জাতীয় নির্বাচনের পর উপজেলা নির্বাচনকেও একতরফা ও হাস্যকর করায় বাংলাদেশে সব পর্যায়ের নির্বাচন ও ভোটগ্রহণ অকার্যকর তথা অগ্রহণযোগ্য হয়ে পড়েছে। এর মাধ্যমে চূড়ান্তভাবেই বাংলাদেশ ত্রুটিপূর্ণ গণতন্ত্র থেকে স্বৈরতন্ত্রের ব্র্যাকেটে চলে গেল বলে মনে করা হচ্ছে। রাষ্ট্র পরিচালনার জন্য সরকার বেছে নেয়ার যে অধিকার সংবিধান বাংলাদেশের মানুষকে দিয়েছিল, সেটি অকার্যকর হয়ে যাওয়ায় সব আন্তর্জাতিক মূল্যায়নে বাংলাদেশের অবস্থা অবনতির দিকে যাচ্ছে। সর্বশেষ পরিস্থিতিতে জনগণের ইচ্ছায় স্থানীয় প্রশাসন নির্বাচিত হয়ে তাদের পরিচালনার যে ব্যবস্থা সংবিধানে ছিল, তা-ও আর কার্যকর থাকল না।
বাংলাদেশের তিন স্তরের স্থানীয় সরকার ব্যবস্থার মধ্যে গুরুত্বপূর্ণ একটি স্তর হলো উপজেলা। সেই উপজেলায় একতরফা নির্বাচন শুরু হয়েছে ৮ মে থেকে। এ নির্বাচনে প্রার্থী মূলত সবাই শাসকদল আওয়ামী লীগের। এ দলের একজনের বিরুদ্ধে আরেকজন প্রতিদ্বন্দি¦তা করছে। সরকারের হাইকমান্ড বা প্রশাসনকে যিনি যত ভালোভাবে করায়ত্ত করতে পারবেন, সাধারণভাবে দেখা যাবে তিনি ‘নির্বাচিত’ হয়ে গেছেন। এসব কারণে স্থানীয় সরকারের ভোটগ্রহণও এখন তামাশায় পরিণত হয়েছে।
একতরফা জাতীয় নির্বাচনের মতো একতরফা উপজেলা নির্বাচন করার জন্য আগে থেকে সব পরিকল্পনা নেয়া হয়। বাইরে থেকে সব দলকে এ নির্বাচনে অংশগ্রহণের জন্য বলা হয়। আর ভেতর থেকে বিরোধী ....বিস্তারিত

হজ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন : রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে ২০২৪ সালের জন্য হজ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বুধবার (৮ মে) সকালে আনুষ্ঠানিকভাবে হিজরী ১৪৪৫ সালের হজ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন তিনি।
হজযাত্রা উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উচ্চারণ করেন, ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি’মাতা লাকা ওয়াল মুলক, লা শারিকা লাক।’ এ সময় হজে গিয়ে দেশ ও দেশের মানুষের সমৃদ্ধির জন্য দোয়া করতে হজযাত্রীদের প্রতি আহ্বান জানান তিনি।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম হজ ফ্লাইট বিজি-৩৩০১ বিমানটি ৪১৯ জন যাত্রী নিয়ে ৯ মে সকাল ৭টা ২০ মিনিটে সৌদি আরবের জেদ্দার উদ্দেশে যাত্রা করেছে। একই দিন দুপুর ১টায় সৌদি আরবের ফ্লাইনাস এয়ারলাইন্সের একটি বিমান বাংলাদেশি হজযাত্রীদের নিয়ে জেদ্দার উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাওয়ার কথা।
ঢাকা হজ অফিসের আইটি ইনচার্জ কাজী মো. মুরাদ ই আলম জানান, এ বছর মোট ৮৫ হাজার ২৫৭ বাংলাদেশি হজ পালন করতে পারবেন। তাদের মধ্যে ৪ হাজার ৫৬২ জন সরকারি ব্যবস্থাপনায় এবং বাকি ৮০ হাজার ৬৯৫ জন ব্যক্তিগত ব্যবস্থাপনায় হজ পালন করবেন।
তিনি আরও জানান, সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করতে ইতোমধ্যে ৪ হাজার ৩১৪ হজযাত্রী নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছেন এবং ব্যক্তিগত ব্যবস্থাপনায় হজ পালন করতে ৭৮ হাজার ৮৯৫ হজযাত্রী নিবন্ধিত হয়েছেন।
আগামী ৯ মে থেকে ১০ জুন পর্যন্ত ....বিস্তারিত

হজ গাইডলাইন কর্মশালায় আমীরে জামায়াত

আল্লাহর রাস্তায় নিজেকে উজাড় করে দিতে হবে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, হজ একটি মৌলিক ইবাদত। ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে হজ পালন করা। মহান আল্লাহ যাদের আর্থিকভাবে সামর্থ্যবান ও শারীরিকভাবে সুস্থ রেখেছেন. তাদের জন্য হজ অবশ্যই পালনীয় বা বাধ্যতামূলক ফরজ ইবাদত। একজন মুসলিম হিসেবে আমরা চাই, হজের মতো গুরুত্বপূর্ণ একটি ফরজ ইবাদত যেন আল্লাহ আমাদের সকলের জন্য কবুল করেন। একে অন্যের প্রতি বিশেষ দরদভরা মন নিয়ে হজের সময়ে সেখানে অবস্থান করবেন। ২০২৪ সালে হজে যাওয়ার জন্য যারা সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন, তারা মূলত এখন থেকেই মহান আল্লাহর বিশেষ মেহমান হিসেবে গণ্য হয়েছেন। আল্লাহ তায়ালার পক্ষ থেকে দাওয়াত এসেছে বলেই আপনারা হজে যেতে পারছেন। যে আল্লাহ আপনাকে তার মেহমান হিসেবে কবুল করেছেন, এখন থেকে জীবনের বাকি সময়টুকুও ঐ আল্লাহর হুকুম পালনে তার রাস্তায় নিজেকে উজাড় করে দিতে হবে। বাংলাদেশের সবুজ ভূ-খণ্ডে পরিপূর্ণভাবে ইকামতে দীনের বিজয়ের জন্য সত্য ও সুন্দরের পক্ষে দৃঢ়তা প্রদর্শন করতে হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে গত ৭ মে মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি মিলনায়তনে ২০২৪ সালে হজ গমনেচ্ছুদের নিয়ে হজ গাইডলাইন কর্মশালা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা ....বিস্তারিত

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে ডা. শফিকুর রহমান

দেশের মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গত ২ মে বৃহস্পতিবার দলটির আমীর ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠকে এ উদ্বেগ প্রকাশ করা হয়। বৈঠকে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গভীর উদ্বেগের সাথে লক্ষ করছে যে, দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই। প্রশাসনের ছত্রছায়ায় আওয়ামী দলীয় লোকেরা হত্যা, গুম-খুন, ধর্ষণ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি ও ঘরবাড়ি দখল, ছিনতাই, ঘুষ-দুর্নীতিসহ হেন কোনো অপরাধ নেই, যা তারা সংঘটিত করছে না। দেশের নাগরিকগণ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের জন্য এটি অত্যন্ত দুঃখজনক। সরকার পুলিশ প্রশাসনকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার কারণে পুলিশ অপরাধ নিয়ন্ত্রণের পরিবর্তে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।
বৈঠকে আরো বলা হয়, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গভীর উদ্বেগের সাথে আরো লক্ষ করছে যে, দেশে সুশাসন না থাকায় এবং অপরাধের বিচার না হওয়ায় অপরাধের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। সম্প্রতি ফরিদপুরের মধুখালীতে একটি মন্দিরে আগুন লাগাকে কেন্দ্র করে কোনোরকম তদন্ত ও প্রমাণ ছাড়াই দুই মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ঘটনার প্রতিবাদে ফরিদপুরে সর্বস্তরের মানুষ মানববন্ধন কর্মসূচি পালনকালে পুলিশ তাদের ওপর গুলিবর্ষণ করে। ফলে বহু লোক আহত হয়।
সরকার ৭ ....বিস্তারিত

স্মৃতিতে অম্লান মাওলানা মতিউর রহমান নিজামী

সোনার বাংলা রিপোর্ট : না, তিনি সক্রেটিসের মতো কেউ ছিলেন না। তিনি ছিলেন তার মতোই। তিনি গ্রিসবাসী নয়, এদেশের মানুষকে ভালোবেসে ছিলেন। আল্লাহর দেয়া বিধানের আলোকে মানুষের ব্যক্তিজীবন, পরিবার, সমাজ এবং দেশটাকে আলোকিত করার স্বপ্নে বিভোর হয়ে নিজের জীবন বিলিয়ে দিয়ে গেছেন। হাসিমুখে ফাঁসির রশি গলায় পরে কালেমা শাহাদাতের পর সাহসভরা মুখে স্মিত হাসিমুখে পড়েছেন, ‘ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়াইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন ও আমার মরণ সকল কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য।’ (সূরা আন’আম : ১৬২)। এ অতি সাধারণ অথচ মহান মানুষটির নাম দেশের কোটি জনতার হৃদয় থেকে মুছে ফেলার ষড়যন্ত্র অব্যাহতভাবে চলছে, কিন্তু না। তাদের অলিন্দের গহিনে লেখা মাওলানা মতিউর রহমান নিজামীর নাম চিরভাস্বর হয়ে আছে এবং থাকবে। যতদিন এদেশে মানুষ থাকবে। যতদিন ইসলামের আলোয় আলোকিত হওয়ার সংগ্রাম চলবে এবং প্রত্যাশা থাকবে। ততদিন তিনি বেঁচে থাকবেন। শুধু বাংলাদেশ নয়, এ সীমানা ছাড়িয়ে বিশে^র প্রতিটি দাঈ ভালোবাসা আর শ্রদ্ধায় তার নাম উচ্চারণ করেন। ‘তোমরা তাদের মৃত বলো না।’ মহান বরের এ ঘোষণা যাদের জন্য তাদের কাতারে মাওলানা মতিউর রহমান নিজামীর নাম উজ্জ্বল করার জন্য দু’হাত তুলে দোয়া করেন।
সময় বদলায়। ইতিহাসের পালাবদলে রায়ে মৃত্যুদণ্ড দণ্ডিত সক্রেটিসকে নির্দোষ ঘোষণা করা হয়েছে প্রায় তিন হাজার বছর পর। মৃত্যুদণ্ড প্রদানের ২৪১৫ বছর পর ২০১৯ সালে এ রায় দেয় ....বিস্তারিত

ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক আসবে কবে?

॥  হারুন ইবনে শাহাদাত ॥
বিরোধীদল নিরপেক্ষ-নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করছে। আন্দোলন তীব্রতা পেয়েছিল ২০১৪ সালের ৫ জানুয়ারির একতরফা নির্বাচনের আগে। কিন্তু সরকার দাবি মানেনি। এমনকি দাবি মানার ইঙ্গিত দিয়ে সংলাপের আহ্বানও জানায়নি। উল্টো আন্দোলন দমনে সরকার নিপীড়নের হাতিয়ার হিসেবে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করেছে। নির্বিচারে বিরোধীদলের বিক্ষোভ-সমাবেশে গুলি, গ্রেফতারের পর অকথ্য নির্যাতন, গুম, খুনের ঘটনা বিভিন্ন মিডিয়ায় প্রায় প্রতিদিনই প্রকাশিত হয়েছে। বিরোধীদল গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল থেকে নিরপেক্ষ তদন্ত দাবি জানিয়েছে। কিন্তু তদন্তের বদলে বিরোধীদলের নেতা-কর্মীদের নির্যাতনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়মুক্তি এবং অনেক ক্ষেত্রে পুরস্কৃত করার ঘটনা ঘটেছে। পর্যবেক্ষকদের এমন দাবি এবং বিভিন্ন মানবাধিকার সংগঠনের প্রতিবেদনের পর ২০২১ সালের ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের অর্থ দফতরের ফরেন অ্যাস্টেস কন্ট্রোল অফিস বিভিন্ন দেশের মোট ১০টি প্রতিষ্ঠান ও ১৫ ব্যক্তি যারা, তাদের ভাষায় মানবাধিকার লঙ্ঘন ও নিপীড়নের সাথে সংশ্লিষ্ট, তাদের ওপর এ নিষেধাজ্ঞা দিয়েছিল। এ নিষেধাজ্ঞায় ‘গুরুতর মানবাধিকার লঙ্ঘনমূলক কাজে জড়িত থাকার’ অভিযোগে বাংলাদেশের বিশেষ পুলিশ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এবং এর ছয়জন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিজ্ঞপ্তিতে উল্লিখিত ছয় কর্মকর্তা হচ্ছেন- চৌধুরী আবদুল্লাহ ....বিস্তারিত

দেশে গড়ে উঠেছে মাফিয়া চক্র

আওয়ামী অর্থনীতিবিদদের টার্ন অ্যারাউন্ড

॥ জামশেদ মেহ্দী ॥
বাংলাদেশের রাজনীতি এবং অর্থনীতি নিয়ে আওয়ামী ঘরানার দুজন প্রথিতযশা ব্যক্তি এমন নেতিবাচক মন্তব্য করেছেন, যা প্রথম দৃষ্টিতে অবিশ্বাস্য মনে হয়। অবিশ্বাস্য এজন্য মনে হয় যে, এদের একজন বাংলাদেশের স্বাধীনতার আগে শেখ মুজিবের পরামর্শদাতাদের মধ্যে অন্যতম প্রধান ছিলেন। আরেকজন ১৯৯৬ সালে শেখ হাসিনা প্রথম মেয়াদে ক্ষমতা গ্রহণের পর তার অর্থনীতির অন্যতম কাণ্ডারি ছিলেন। প্রথম জন হলেন অধ্যাপক রেহমান সোবহান। দ্বিতীয় জন হলেন ড. মোহাম্মদ ফরাসউদ্দিন।
রেহমান সোবহান সেই তিন ব্যক্তির একজন, যিনি শেখ মুজিবের ছয় দফার অন্যতম প্রণেতা। ছয় দফার প্রণেতাদের অপর দুজন হলেন- ড. নুরুল ইসলাম এবং ড. আখলাকুর রহমান। ড. নুরুল ইসলাম ঢাকা বিশ^বিদ্যালয়ে অর্থনীতি বিভাগের প্রথমে অধ্যাপক এবং পরবর্তীতে বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। স্বাধীনতাপূর্ব আওয়ামী লীগের অর্থনৈতিক নীতিনির্ধারণে তিনিই ছিলেন প্রধান ব্যক্তি। কিন্তু বাংলাদেশের স্বাধীনতার আগে তিনি লো-প্রোফাইল মেইনটেইন করতেন। ছয় দফার কাঠামোটি তার ব্রেইন চাইল্ড। আওয়ামী লীগের অর্থনৈতিক শাখার অঘোষিত প্রধান হিসেবে দায়িত্ব পালনের পুরস্কার হিসেবে স্বাধীনতার পর প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান তাকে নবগঠিত প্ল্যানিং কমিশনের ডেপুটি চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেন। প্ল্যানিং কমিশনের প্রধান হলেন দেশের সরকারপ্রধান। বস্তুত ডেপুটি চেয়ারম্যানই প্ল্যানিং কমিশনের অঘোষিত চেয়ারম্যান। কারণ প্ল্যানিং কমিশনের বহু বিস্তৃত কাজের কারণে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় সময় দিতে ....বিস্তারিত

ফিলিস্তিনের পক্ষে জাগছে বিশ্ববিবেক

॥ প্রফেসর ড. আবদুল লতিফ মাসুম ॥
ফিলিস্তিন তথা গাজায় ইসরাইলের বর্বর গণহত্যা বন্ধের দাবিতে জাগ্রত হয়েছে বিশ্ববিবেক। প্রথমত যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোয় এ বিক্ষোভের সূচনা ঘটে। পরে তা বিশ্বে ছড়িয়ে পড়ে। পৃথিবীর এমন কোনো বড় শহর নেই, যেখানে ইসরাইলবিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়নি। লন্ডন, প্যারিস, রোম, সিডনি, টোকিও, বৈরুত এবং নয়াদিল্লিতে অতি সম্প্রতি গণবিক্ষোভ হয়েছে। বিশেষত বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত তরুণ প্রজন্ম এ বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছে। এসব বিক্ষোভ থেকে অবিলম্বে গাজা ও ফিলিস্তিনে ইসরাইলের হামলা বন্ধের দাবি জানানো হচ্ছে। সেইসাথে যেসব শক্তি ও বাণিজ্যিক প্রতিষ্ঠান ইসরাইলের সাথে মিত্রতার বন্ধন গড়ে তুলেছে, তাদের শত্রু বলে চিহ্নিত করার প্রয়াস। এ জাগ্রত বিশ্ববিবেককে ইহুদিবাদীরা ইহুদিবিদ্বেষ বা এন্টি সেমেটিক আন্দোলন বলে চালিয়ে দেওয়ার প্রয়াস পেয়েছে। অথচ বিক্ষোভকারীরা অত্যন্ত স্পষ্ট ভাষায় বলছেন যে, তাদের এ আন্দোলন-সংগ্রাম কোনো রাষ্ট্র বা কোনো সম্প্রদায় বা ধর্মের বিরুদ্ধে নয়। বরং মানবতার পক্ষে, নিপীড়ন-নির্যাতনের বিরুদ্ধে। কিন্তু বিশ্বে ছড়িয়ে থাকা অত্যন্ত শক্তিশালী ইহুদিবাদী নেটওয়ার্ক এ আন্দোলনকে সেই পুরনো ‘এন্টিসেমেটিক’ বা ইহুদিবিদ্বেষী কার্যক্রম বলে চিহ্নিত করার প্রয়াস পাচ্ছে। খোদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ একই ভাষায় কথা বলছেন। আরও বিস্ময়ের ব্যাপার যে, তথাকথিত মানবাধিকারের দাবিদার মার্কিন যুক্তরাষ্ট্র ছাত্রসমাজের উত্থিত বিবেকের আন্দোলনকে নিপীড়ন ও ....বিস্তারিত

নিউইয়র্কে ইসরাইলবিরোধী বিক্ষোভ

সোনার বাংলা ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টের সামনে বিক্ষোভ করেছেন হাজার হাজার ফিলিস্তিনপন্থি। গত ৬ মে সোমবার হাই-প্রোফাইল ফ্যাশন ইভেন্ট মেট গালার অনুষ্ঠান চলাকালীন ফিলিস্তিনিদের পক্ষে র‌্যালি করেন বিক্ষুব্ধ জনতা। এ সময় গাজায় সাধারণ ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি হামলার প্রতিবাদে সেখানে স্থায়ী যুদ্ধবিরতির দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। এতে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেফতারও করেছে নিউইয়র্ক সিটি পুলিশ। এ খবর দিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদলু। খবরে বলা হয়েছে, লাল কার্পেটে প্রিয় তারকাদের শো দেখতে শত শত দর্শক জড়ো হয় মেট গালার প্রাঙ্গণে। সে সময় তাদের ফিলিস্তিনের পতাকা হাতে স্লোগান দিতে শোনা যায়। পরে নিরাপত্তা ইস্যুতে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। অন্যদিকে ইসরাইলবিরোধী বিক্ষোভে যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্নাতক সমাপনীর মূল অনুষ্ঠান বাতিল করেছে। দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চলমান ইসরাইলবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
গাজা উপত্যকায় ইসরাইলের চলমান নৃশংসতার বিরোধিতা করে নিউইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। এরপর যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়লে বিক্ষোভ ঠেকাতে কঠোর নীতি গ্রহণ করে বাইডেন প্রশাসন।


....বিস্তারিত

রেলের ভাড়া বৃদ্ধি অনির্বাচিত সরকারের জনস্বার্থবিরোধী পদক্ষেপ : মিয়া গোলাম পরওয়ার

রেলের ভাড়া দূরত্ব অনুযায়ী শতকরা ২০ থেকে ৩০ ভাগ বৃদ্ধি করার অন্যায় এবং অযৌক্তিক সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, রেলের ভাড়া দূরত্ব অনুযায়ী শতকরা ২০ থেকে ৩০ ভাগ বৃদ্ধির এ সিদ্ধান্ত অযৌক্তিক, অন্যায় ও জনস্বার্থবিরোধী। গত ৫ মে রোববার দেয়া বিবৃতিতে তিনি আরও বলেন, আবহমান বাংলার যোগাযোগ ব্যবস্থার অন্যতম প্রধান বাহন হচ্ছে রেলপথ। এ রেলওয়েতে সীমাহীন দুর্নীতির কারণে রেলওয়ে ব্যবস্থাপনা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। সরকার মুখে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের কথা বললেও রেলপথে তা বাস্তবায়িত হয়নি। বিশৃঙ্খলা, দুর্নীতি, অর্থ আত্মসাৎ, রেলের সম্পদ জবরদখল রেলওয়েকে একটি অলাভজনক প্রতিষ্ঠানে পরিণত করেছে।
সরকার দুর্নীতি ও অর্থ আত্মসাতের পথ বন্ধ করলে রেলওয়ে একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হতে পারত। কিন্তু সরকারের সেদিকে কোনো নজর নেই। দুর্নীতি বন্ধ করার পরিবর্তে রেলের ভাড়া শতকরা ২০ থেকে ৩০ ভাগ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়ে সরকার জনগণের কষ্ট বৃদ্ধির ব্যবস্থা করেছে। এ সরকার জনগণের দ্বারা নির্বাচিত না হওয়ায় তাদের প্রত্যেকটি পদক্ষেপই জনস্বার্থবিরোধী। রেলের ভাড়া বৃদ্ধি তার সর্বশেষ সংযোজন মাত্র। প্রেস বিজ্ঞপ্তি।


....বিস্তারিত

বাংলাদেশ রেলওয়ে অসতর্ক

বাড়ছে দুর্ঘটনা, ঘটছে প্রাণহানি

স্টাফ রিপোর্টার : ঘুম ভাঙলেই শোনা যাচ্ছে দেশের কোনো না কোনো পরিবহন দুর্ঘটনার খবর। সড়কে দুর্ঘটনার পরিমাণ বেড়ে যাওয়ায় মানুষ রেলপথে যাতায়াত করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করতেন, কিন্তু এখন সেই রেলপথেও তৈরি হয়েছে আতঙ্ক। কারণ এখন প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ঝরছে তাজা প্রাণও। ফলে মানুষ এখন আর রেল ভ্রমণকেও নিরাপদ মনে করছেন না। গত ৩ মে শুক্রবার গাজীপুরে তেলের কনটেইনারবাহী একটি ট্রেনের সঙ্গে টাঙ্গাইল কমিউটার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে কমিউটার ট্রেনের ইঞ্জিন ও পাঁচটি বগি এবং তেলবাহী ট্রেনের ইঞ্জিন ও চারটি বগি দুমড়েমুচড়ে লাইনচ্যুত হয়। গুরুতর আহত হন অন্তত তিনজন। দেশে সাড়ে তিন হাজার কিলোমিটার রেলপথ রয়েছে। ওই রেলপথের মধ্যে প্রায় দুই হাজার কিলোমিটার রেলপথের অবস্থাই নাজুক। ফলে ঝুঁকিপূর্ণ লাইনেই চলছেন নিরাপদে ভ্রমণপ্রত্যাশী হাজার হাজার রেলযাত্রী।
বিভিন্ন সময় ঘটা দুর্ঘটনায় গঠিত তদন্ত রিপোর্ট বলছে, সিগন্যাল ব্যবস্থা ত্রুটির কারণে অধিকাংশ দুর্ঘটনা ঘটেছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) তথ্য বলছে, এশিয়ায় ঝুঁকিপূর্ণ রেল অবকাঠামোর দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান চতুর্থ। ২০১৯-২০ অর্থবছরের দুর্ঘটনার তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, মোট ৮০টি দুর্ঘটনার মধ্যে ৭২টিই ঘটেছে ট্রেন লাইনচ্যুত হয়ে। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, গত চার বছরে ট্রেন দুর্ঘটনায় এক হাজারের বেশি মানুষ মারা গেছেন অথচ জানমালের ক্ষতিপূরণ নিয়ে কোনো কথা হচ্ছে না।
রেল মন্ত্রণালয় সূত্র ....বিস্তারিত

সারা দেশে বালাকোট দিবস পালিত

দীন প্রতিষ্ঠার চেতনা ধারণ করে এগিয়ে যেতে হবে

সোনার বাংলা ডেস্ক : ডা. ফখরুদ্দিন মানিক বলেছেন, দীন প্রতিষ্ঠায় জামায়াতের কর্মীরা বালাকোটের চেতনা ধারণ করে এগিয়ে যাবে, ইনশাআল্লাহ। তারা মানুষকে আল্লাহর দাসত্ব ও রাসূলের আনুগত্যের আহ্বান জানানোকে জীবনের মিশন হিসেবে গ্রহণ করবে। তিনি আরও বলেন, বালাকোটের ঘটনা ভারতীয় উপমহাদেশের সকল সংগ্রামের জন্য অনুকরণীয় হলেও এর সাময়িক ব্যর্থতার পেছনে ইসলামবিরোধী শক্তির ঐক্যের গভীর মিল রয়েছে। বর্তমান সময়ে বিশ্বজুড়ে একই অবস্থা বিরাজ করছে। এমতাবস্থায় মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে ইসলামবিরোধী সকল ষড়যন্ত্র নস্যাৎ করে নির্যাতিত-নিপীড়িত মানুষকে রক্ষা ও মুসলিম জাতি হিসেবে টিকে থাকতে হবে। তিনি গত মঙ্গলবার (৬ মে) ঐতিহাসিক বালাকোট দিবস উপলক্ষে জামায়াতে ইসলামী কাফরুল পশ্চিম থানার উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সারা দেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবিরসহ বিভিন্ন সংগঠন আলোচনা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে দিবসটি পালন করে।
 ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য ও থানা আমীর আব্দুল মতিন খানের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি আতিক হাসানের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক। এতে বক্তব্য রাখেন কাফরুল পশ্চিম থানা কর্মপরিষদ সদস্য মতিউর রহমান, সুলতান মাহমুদ, নেসার উদ্দিন, সিরাজুল ইসলাম, আমিনুর রাহমান ....বিস্তারিত

উপজেলা নির্বাচন

বিরোধীদলের ডাকে জনগণের ভোট বর্জন

সোনার বাংলা রিপোর্ট: রাজনৈতিক নানা বিতর্কের মধ্য দিয়ে দেশে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপ শেষ হয়েছে গত ৮ মে বুধবার। জাতীয় নির্বাচনের মতো উপজেলার ভোটেও আসেনি প্রধান বিরোধীদল বিএনপি ও জামায়াতে ইসলামীসহ মূলধারার কোনো বিরোধীদল।
জাতীয় সংসদ নির্বাচনের হাত ধরে স্থানীয় সরকার নির্বাচনগুলোও নির্বাসনে চলে গেছে। বিশ্লেষকরা মনে করেন, স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদের সময় স্থানীয় নির্বাচনগুলো দলীয় প্রতীকে হতো না। তখন জাতীয় নির্বচানের মতো নেতিবাচক প্রভাব পড়তো না। এলাকার শিক্ষানুরাগী, সমাজসেবক, শিক্ষক, প্রভাষক ও আলেমদের অনেকে নির্বাচিত হয়ে এলাকার গণমানুষের উন্নয়নে কাজ করার সুযোগ পেতেন। কিন্তু আওয়ামী লীগের শাসনে সেই সুযোগ আর নেই। তারা ক্ষমতায় এসে প্রথমে দলীয় প্রতীকে নির্বাচনের ব্যবস্থা করেÑ যাতে নিজস্ব লোকদের জিতিয়ে আনতে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের লোকদের সমস্যা না হয়। জনগণ তাদের চালাকির ফাঁদে পা দেয়নি। তারা ভোটবর্জন করেছে। অজ্ঞাত কারণে এবার দলীয় প্রতীক না দিলেও এমপি, মন্ত্রী ও প্রভাবশালী নেতাদের আত্মীয়-স্বজনদের ব্যাপকভাবে প্রার্থী করা হয়েছে এলাকায় উল্লেখিত নেতার ব্যক্তিগত প্রভাব ধরে রাখতে। আওয়ামী লীগের সর্বোচ্চ পর্যায় থেকে তাদের নির্বাচনে অংশ না নেয়ার নির্দেশ দেয়া হলেও তারা নির্বাচনে আছেন। গত ৮ মে প্রথম ধাপের ১৩৯টি উপজেলা পরিষদে নির্বাচনের ভোটগ্রহণ করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কেন্দ্রগুলোয় ভোটার ....বিস্তারিত

শাহাদাতে বালাকোট আমাদের প্রেরণা

॥ প্রফেসর তোহুর আহমদ হিলালী॥
১৭৫৭ সালে পলাশী প্রান্তরে নবাব সিরাজ উদ্দৌলার পতনের মধ্য দিয়ে শুরু হয় ভারত উপমহাদেশে মুসলিম শাসনের অবসান। শাসনক্ষমতা থেকে ছিটকে পড়ায় তাদের জীবনে নেমে আসে নানা বিপর্যয়। হিন্দুরা মুসলমান কর্তৃক শাসিত হচ্ছিল। তাই এটাকে মুসলিমদের পতন বিবেচনা করে ব্রিটিশ শাসনকে তারা স্বাগত জানায় এবং রাষ্ট্রীয় আনুকূল্যে শিক্ষা-দীক্ষা, সরকারি চাকরি ও ব্যবসা-বাণিজ্যে দ্রুত অগ্রসর হয়। ব্রিটিশ শাসনকে টিকিয়ে রাখার জন্য সরকার ডিভাইড এন্ড রুল নীতি অনুসরণ করে উচ্চবর্ণের হিন্দুদের মধ্য থেকে জমিদার ও একটি এলিট শ্রেণি গড়ে তোলে। পক্ষান্তরে ব্রিটিশদের সাথে অসহযোগিতার কারণে শিক্ষা-দীক্ষাসহ জীবনের সকল ক্ষেত্রে মুসলমানরা পিছিয়ে পড়ে। ব্রিটিশদের সুবিধাভোগী জমিদার শ্রেণি ছিল বড় অত্যাচারী। ভারতে বিভিন্ন অংশে ব্রিটিশদের পাশাপাশি জমিদার, নীলকর বা শিখ সম্প্রদায়ের জুলুম-নির্যাতন মোকাবিলা করেই মুসলমানদের টিকে থাকতে হতো। অজ্ঞানতা ও নানাবিধ কুসংস্কারে জড়িয়ে ইসলামের মূল আবেদন থেকেও তারা ছিটকে পড়ে। পরাজিত হওয়ার ফলে পার্শ্ববর্তী হিন্দুদের দ্বারা প্রভাবিত হয়ে নানা আচার-অনুষ্ঠান এবং মাজার ও পীরপূজায় তারা লিপ্ত হয়ে পড়ে। অন্যদিকে তুর্কি খেলাফতের দুর্বলতার সুযোগে সমগ্র আরবে মাজারপূজা, কররপূজার মতো নানা কুসংস্কার ও শিরক মাথাচাড়া দিয়ে ওঠে।
এ সময় আরবে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের মতো সংস্কারকের আবির্ভাবের সাথে ....বিস্তারিত

গাজা গণহত্যার নিন্দা জানিয়েছেন আনোয়ার ইব্রাহিম

সোনার বাংলা ডেস্ক : গাজা যুদ্ধ ইস্যুতে কঠোর অবস্থান নিয়েছে মালয়েশিয়া। ফিলিস্তিনি নারী, শিশুসহ নিরীহ মানুষের ওপর ইসরাইল যে অনবরত গণহত্যা চালিয়ে যাচ্ছে, তাতে পশ্চিমা দেশগুলোর ভণ্ডামির নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আরব নিউজের কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়ক উপস্থাপক ক্যাটি জেনসেনকে দেয়া ‘ফ্রাংকলি স্পিকিং’ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। গত সপ্তাহে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বিশেষ বৈঠকে যোগ দেন তিনি। এরই এক ফাঁকে তার সাক্ষাৎকার নেন জেনসেন। এতে আনোয়ার ইব্রাহিম বলেন, গাজায় গণহত্যা বন্ধে ব্যর্থতা থেকে উগ্রপন্থা বৃদ্ধি পাবে। আমরা বলেছি, এ গণহত্যা অবশ্যই বন্ধ হতে হবে। পশ্চিমা কিছু দেশ এ গণহত্যার বিষয়টি প্রত্যাখ্যান করে ভণ্ডামির পরিচয় দিচ্ছে। হত্যা করা হচ্ছে নারী, শিশুসহ নিরীহ মানুষকে। তিনি আরও বলেন, আপনার রাজনৈতিক অবস্থান যাই হোক না কেন, আমি মনে করি, এ সময়ে মানুষের সঙ্গে যে অমানবিকতা, বর্বরতা চালানো হচ্ছে তার নিন্দা জানাই আমি।
আমি মনে করি এক্ষেত্রে আমাদের অবস্থান পরিষ্কার। এক্ষেত্রে আমাদের অবস্থান কঠোর। সাক্ষাৎকারে তিনি আরব প্রতিবেশী, তুরস্ক, ইরান এবং অন্য যেসব দেশ এ নিয়ে কাজ করছে তাদের প্রশংসা করেন। আমরা মালয়েশিয়া এবং এ অঞ্চলের বাইরের অনেক দেশও গভীর উদ্বেগ প্রকাশ করেছে। কারণ মানুষ ক্ষুব্ধ হয়ে উঠছে। এ যুদ্ধ দীর্ঘায়িত হোকÑ এটা আমরা চাই না। কারণ ....বিস্তারিত

অন্যান্য মিডিয়া bdnews24 RTNN Sheersha News barta24 Prothom Alo Daily Nayadiganta Jugantor Samakal Amardesh Kaler Kantho Daily Ittefaq Daily Inqilab Daily Sangram Daily Janakantha Amader Shomoy Bangladesh Pratidin Bhorerkagoj Daily Dinkal Manob Zamin Destiny Sangbad Deshbangla Daily Star New Age New Nation Bangladesh Today Financial Express Independent News Today Shaptahik 2000 Computer Jagat Computer Barta Budhbar Bangladesherkhela Holiday Bangladesh Monitor BBC Bangla Pars Today
homeabout usdeveloped by

ভারপ্রাপ্ত সম্পাদকঃ মো. তাসনীম আলম।

এটিএম সিরাজুল হক কর্তৃক হক প্রিন্টার্স ১০/৮ আরামবাগ, ঢাকা-১০০০ হতে মুদ্রিত ও প্রকাশিত। যোগাযোগের ঠিকানাঃ ৪২৩ এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা - ১২১৭।

ফোন: ৮৮ ০২ ৪৮৩১৯০৬৫, ই-মেইল: sonarbanglaweekly@gmail.com, weeklysonarbangla@yahoo.com, সার্কুলেশন: ০১৫৫২৩৯৮১৯০, বিজ্ঞাপন: ৪৮৩১৫৫৭১, ০১৯১৬৮৬৯১৬৮, ০১৭৩৪০৩৬৮৪৬।